গল্পটা শুরু হয়েছিল
ঠিক যখন ষোল;
বসন্তের নতুন পল্লব আর নব যৌবনার নারী হয়ে ওঠা,
দরজার বাইরে অচেনা পুরুষের গন্ধে
ছড়িয়ে পরা উন্মাদনা;
সবটাই অনুভব, এক গভীর প্রহসন,
তবু প্রেম এসে বইয়ের ভাজে
রেখে যায় শুকনো গোলাপ;
কখনো মেঘ কখনও বৃষ্টি, কখনো বা উষ্ণতা,
পায়ে পা মিলিয়ে অজানা আকাশ খোঁজে,
গোলাপ যখন আছে কাঁটাও আছে
আবার কাঁটায় গোলাপ আছে,
নীল আকাশের বুকে মুক্তি আছে
আবার আছে ব্যাধের তীক্ষ্ণ দৃষ্টি.......
সময় আজ পূর্ণাঙ্গ নারীর
আঁচল ঘিরে ছড়িয়েছে ভালোবাসা,
স্নেহ, মায়া, সে এক স্বর্গ সুখ;
সুখ! স্বপ্নের সিঁড়ি বেয়ে হারিয়ে গেছে নব যৌবনার নারী হয়ে ওঠার গল্প; হারিয়ে গেছে বসন্ত
সম্পর্কের পাথরে চাপা আর্তনাদ
এখনো শোনা যায় গভীর রাতে.....
ওঠো নব যৌবনা, তুমি যে এখনো ভালোবাসতে পারো;
তোমার স্বপ্নের প্রজাপতি আবার উড়িয়ে দাও দিগন্তে,
মুক্তি দাও নিজেকে
মুক্তি দাও.............!!