আয়না বলেছিল তুমি সুন্দর
চাঁদ এসে আজ নেমেছে ধরায়;
আলোকিত করেছে হৃদয় গভীরে;
গভীরে! কতটা ডুবেছ বলতে পারো,
সমুদ্র ? না কি মহাসাগর,
এ রূপ আজ সেজেছে তোমার জন্য
জুঁই ফুলের মালা উঠেছে খোঁপায়,
পরনে লাল বেনারসি, কপালে রাঙা সিঁদুর
চোখে কাজলের রাত; রাত ;মায়াবী আঁচল
আজ বাতাসকে ডেকে এনেছে ,
এসো , নুপুরের স্নিগ্ধতায় তোমার কণ্ঠে
উঠুক রবীন্দ্র সঙ্গীত, ঐ যে সেই গানটা
"ভালোবেসে সখি নিভৃতে যতনে
আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে"
বসন্ত এসেছে, দেখো দেখো পলাশ কেমন
বলছে , কোকিল কেমন গেয়ে উঠছে
আজ কি তবে আমার ভালোবাসা পূর্ণ!
যদি একবার বলো
ঐ চাঁদ সাক্ষী আছে, রাতের তারা দের মাঝে
আমি সুন্দর , শুধু তোমার আঁখিতে......!!