শুনতে পেলাম নদীয়ায় গিয়ে
শিখার নাকি হয়েছে বিয়ে;
সস্তা নয় সে পাত্র দামী
বিলেত ফেরত কবি জানি,
তার ওপরে হৃদয় যে তার
প্রেম সাগরে ডুব দিয়ে যায়,
কথা নয় তার অমৃত বচন
মন গভীরে হয় যে রোপন,
বিদ্যে বুদ্ধি অবাক মশাই
ডবল এম এ ইংলিসে ভাই,
আছে যে তার সোনার খনি
দিল দরিয়া সবই জানি,
মাটিকে সে ভালোবেসে
ফিরেছে সে আপন দেশে,
দিনরাত সে অনেক ঘুরে
শিখার খোঁজ মিললো শেষে
স্যাকরা ডেকে ওজন করে
কভরি সোনা এলো ঘরে,
বুলিয়ে হাত শ্বশুরের মাথায়
ভরিয়ে দিলো ভালোবাসায়,
বলবে তারে মন্দ ছেলে?
বিলেত ফেরত পাত্র পেলে....!



কবিতাটি আমার বন্ধু কবি প্রবীর চ্যাটার্জী কে উত্স্বর্গ করলাম