সমুদ্র তোমাকে সামনে রাখলাম
মনের ভূমিকায়; বিস্তার আকাশের বুক ছুঁয়ে
ঝিনুক ;  মুক্ত
আমার পদস্খখলন!
বারবার বুঝিয়ে যাবে
জৈবিক নয় হও অমৃত পথগামী,
আমার বিলীন সমুদ্রে
মিশে যাক পাপ পূন্য
অবহেলিত নোনা স্বাদ
কণ্ঠে তুলেছে আমৃত্যু প্রেম
ব্যাক্তি নয়, বস্তু নয়
শুধু লক্ষ্য!
জীবন তো ছবি,
চরিত্র গুলো রঙ বুলিয়ে আঁকা আছে অছিলায়......