বহু দিন যেন নয় যুগ হয়ে গেছে;
স্মৃতি গুলো সব মাকড়শার জ্বাল বুনেছে,
বুঝিতে পারিনি দুপায়ে চলতে চলতে
কবে বয়স খানি কুড়ি পেরিয়েছে।


দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস
সময় মতো চলতে পারি না যেন
স্কুল জীবনের সময় গুলো
বড়ই অদ্ভুত আনন্দ শ্রেয়।


টিফিনের সেই ঘণ্টা
বাংলা ফাস্ট পিরিয়ড
ভুলবার তো নয়
স্কুল জীবন ধন্য ছিল বড় প্রেমময়।


পুরনো সেই দিনের নীল হাফ প্যাণ্ড
সাদা জামা হাতে নিয়ে পুঁথি,
ছুটিতাম বায়ুর মতো স্কুলে
সেসব স্মৃতি আজ জর্জরিত বুকে।