কতদিন দিন কেটে গেছে; অনেক দুঃখ- কষ্ট করেই কেটে গেলো, প্রখর রোদের তাপে গায়ের লবণাক্ত জল ঝড়ে পড়েছে ঊষ্ণ বালির উপরে, ছেড়া গেঞ্জী শুষে নেয় হৃদপিণ্ডের রক্ত; ফুটো ছাতির ছিদ্র দিয়ে সূর্যের তেজ দেখী এই দিন বুঝি আজ বড় শক্ত। আজ আমার নববর্ষ কীরে ভাই গায়ের চামড়া তো তামাটে পুড়ে পুড়ে করেছি শুকনো পাপড়ির মত। কাস্তে- কোদাল- হাতুড়ি এড়াই আমার প্রহরী হরণ করে আমাকে প্রতিদিন; বেলা শেষে ঘরে ফিরি খেতে পাই নুন ভাত- খিচুরী !