গগনে দেখি সেই উজ্জ্বল নক্ষত্র
জেগে আছে একলা নিশি
কার ঘরে গ্রহণ লেগেছে
কারও ঘরে অমাবস্যা জোয়ার ভাটা নদী,
কে তুমি চন্দ্রাবলী ?
একলা চুলের ফণা ভাসাও
নীল সমুদ্রের চড়ে বসি ।
ঘরে যাও ফিরে সবাই ফিরেছে নীড়ে
তুমি কেন একলা বসে পূর্ব দিকে চেয়ে ;
প্রহরে প্রহরে দূরের ঐ মেহগনি র আড়াল হতে
পাখিরা ফিলিতেছে সাড়া, কে কাহার আপন ছিল,
তুমি কেন হলে আজ সাথী ছাড়া ।
গগনে দেখো ঐ মলিন হলো জ্যোৎস্না,
রেখনা না রেখনা না
চিত্তে কোনো কামনা ।