আমি ভীষণ ভালো নেই
সবসময় মৃত্যু যন্ত্রণা
আমাকে তাড়া করছে
দেখে দেখেই ক্লান্ত!
এত নির্মম মৃত্যু অকালে
চৈত্রর পাতার মতো
ঝড়ে পড়ছে; আহঃ
এ যে অসহনীয় বাঁধ।
বিশুদ্ধ হাওয়া কোথাও নেই
পোড়া বারুদের গন্ধে
ফুলের সৌরভ বিলীন হয়ে গেছে ।
একি মানবিকতা মানবের প্রতি,
হত্যা হয়ে গেছে মানব ধর্ম;
বিসর্জন দিয়েছেন
কচি গোলাপের পাপড়ির,
জলহীন গাছের মতো
নীরব দিবস পালন করে
চির শয্যায় শায়ীত অঙ্কুর।