দিবানিশি যদি


যদি' কিন্তু' অব্যয়ের আড়ালে,
যাপিত জীবন অনিশ্চয়তায় ভীড়লে;
হিমেল চাদরে মেঘেরা হারায়,
মন উষ্ণতা খোঁজে লু হাওয়ায়!


কুহেলি হিমেল উত্তরীয় জড়িয়ে
পথিক ঘুরে অচিনপুরে,
উজান স্রোতের নাবিক যেথা,
আক্রোশি খরস্রোতা হারায় সেথা!


দিবানিশির আহ্নিক পরিক্রমায় যথা
নিশিতে জাগে নিস্পলক আঁখি,
সুস্হ বা অসুস্হ আবেশ বৃদ্ধি;
আমৃত্যু দিবা তথা ঘুমায় নিরবধি।


যখন তুষার ঝড়ে হাসে
বহমান বরফ গলা নদী,
দৈবাৎ পুনশ্চঃ হিমসাগর
তখন জেগে ওঠে যদি!