আমি চাইনা কেউ আমাকে পেয়ে হেরে যাক, দুঃখ পাক। আমি বরং এটা চাই কেউ যদি আমাকে ছুঁড়ে ফেলে জয়ী হতে পারে, তবে সে তাই করুক। আমার অগোচরে মনখুলে হাসতে পারলে হাসুক। অন্য কাউকে নিয়ে সুখী জীবন কাটাতে পারলে কাটাক।


যে মানুষটার একসময় আমাকে ছাড়া কিছু ভালো লাগতো না, আমার সাথে কথা না বললে দিন কাটতো না, আমি না খেলে মন খারাপ করতো, আমার ঘুম না পেলে ঘুমাতে যেত না। সে যদি দূরত্ব চাই তবে তাকে দূরত্ব বাড়াতে সাহায্য করায় ভালো। আমি চাই আমার একান্ত মানুষটা সুখী হোক। আমাকে ছাড়াই যদি সে সুখী হতে পারে তাহলে আমার তো সমস্যা হওয়ার কথা না। বরং খুশি হওয়াই উচিত।


আমি কল্পনায় দেখি আমার প্রিয় মানুষটা হাসতেছে, খাচ্ছে, ঘুরছে। কত সুন্দর কাটাচ্ছে দিন। আমার তখন মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। হয়তো আমার সাথে এইসব করছে না কিন্তু যার সাথেই করুক সুখী তো আছে। আমি যদি আমার প্রিয় মানুষের সুখটাই সহ্য করতে না পারলাম, তাহলে কেমনইবা ভালোবাসলাম। আমি চাই আমার প্রিয় মানুষটা সুখী হোক। আমাকে ছেড়ে গিয়েছে যে মানুষের জন্য, তার সাথেও সুখী হোক সে।



না বলা কিছু কথা ০৬
মো পারভেজ হুসেন