যেখানে সবশেষ,
সেখানে আছে শুধু মহাকালের চিরন্তর
নিঃস্তব্ধ নিরবতা ;
সবকিছু যেন নিদ্রিত নীরব রাতের মতো,
মর্মাহত হৃদয়ে শুধু নিরাশার খেলা।


একাকী দাঁড়িয়ে- বেলাশেষে,
মহাসমুদ্র তীরে,
পৃথিবীর সমস্ত কোলাহল, কলরব যেন
হারিয়ে গেছে মহাসমুদ্রের ওপারে,
শেষ সীমান্তে।


মাঝে মাঝে মনে হয়-
পৃথিবীর সবচেয়ে আত্মতৃপ্তিময় শান্তি
বিরাজ করে যেন মন্দির প্রাঙ্গণে,
তবু কলরব আছে ওখানে;
বিশ্ব সংসার মাঝে সবচেয়ে নীরবতা
আত্ম অবসানে।


যা কিছু আছে আমার, তা আমার নয়,
সবকিছু যেন বিলীন হবে মহাশ্মশান ভূমি মাঝে;
অবশেষে নেমে আসে যেন পৃথিবীর দুয়ারে
অনন্তকালের সমস্ত নিরবতা, শুধুই নীরবতা।


রচনাকাল: ১০ এপ্রিল, ২০১৭