কোথা ছিলে তুমি আর
কোথা ছিলাম আমি,
আজ দু“জনা শুভরাত্রি ক্ষণে,
শুভ লগণে, শুভ পরিণয়ে-
হলাম কত পাশাপাশি;
তুমি আর আমি।


সপ্তপাকের বাঁধনে বেঁধেছি
তোমায় কত না আপন করে,
আমার এই হৃদয়ে;
পড়িয়েছি সিঁদুর তোমার-
ললাট সিঁথি মাঝে, বেঁধেছি
আমার হৃদয় তোমার হৃদয়ের সনে,
মহা-অদৃশ্য হৃদয়ের বাঁধনে;
এই শুভ পরিণয়ে।


তুমি আর আমি করে নিয়েছি
আপন দু“জন দু“জনাকে-
মহামন্ত্র উচ্চারণে-
“যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম;
যদিদং হৃদয়ং মম; দদস্তু হৃদয়ং তব;”
তুমি আর আমি হয়েছি আপন
এই শুভ পরিণয়ে।