আমি জানি, তোমায় অনেক দিয়েছি কষ্ট,
অনেক দিয়েছি জ্বালা,
রোদ্র উজ্জ্বল আকাশে নামিয়েছি
বেদনার বাদলধারা।


আমার জন্য ঝরেছে তোমার
দু‘চোখে অথই শ্রাবণধারা,
হাসি মাখা মুখ হয়েছে
তোমার মেঘে ঢাকা কালো নীলিমা।


ফুলের মত তোমার সুন্দর মন-
আমার কারণে হয়েছে রক্তাক্ত মেহেদীপাতা,
শত কষ্ট দিয়ে তোমার জীবনটা
আমার জন্য হয়েছে জলহীন প্রবাহিতা।


সাত রংয়ে রাঙানো তোমার স্বপ্নগুলো
আমার কারণে হয়েছে ধূলিসাৎ,
অবশেষে তোমার জীবন
আমার জন্য হয়েছে বরবাদ।


আমি জানি, তুমি কোন দিন আমায়
করবে না অভিশাপ,
বিধাতার কাছে করবে তুমি
হাতজোড় করে আশির্বাদ।


কিন্তু আমি জানি, আমার কৃতকর্ম আমায় কোন দিন
কোন ছলে, আমায় দিবে না ছাড়!
আমার জীবনে আসবে ফিরে-
হয়ে নিষ্ঠুর অভিশাপ।