শত শত পথ পাড়ি দিয়ে ছুটে চলেছি জীবনের পথে
কিন্তু একটি মনের মত সহপথচারী পেলাম না!
শত শত ফুল ফুটে আছে বাগানে-
মনের মত ফুল পেলাম না ফুলের তোড়া সাজাতে।


নদী বয়ে চলে সাগরের পানে,
অবশেষে পায় সাগরের ঠিকানা;
আমি হলাম অজানার পথে পথচারী
পেলাম না কূল কিনারা!


যাকে ভাবি আপন, তাই ভূল হয় সারাক্ষণ,
এ যেন আমার মনের পৃথিবীতে কুয়াশার আগমন।
আজো আমি রয়ে গেছি জীবনের পথে একা পথচারী,
জানিনা, কবে হবে পথচলা জীবনের মহাপথে-
দুজন দুজনার হাত ধরে, হৃদয়ের আহবানে।