হারিয়ে গেল সেই চিরচেনা মুখ
তিতাসের অববাহিকায়,
জীবনটাকে রাঙিয়ে গেল মিথ্যে ছলনায়;
আজ মনে হয় সবি গেছে হারিয়ে-
সাথী হয়ে এসেছে দুঃখ ব্যথা অতিথি হয়ে নয়,
আজ হয়ে গেল সবি চির দুঃখময়;
আজ আমি পতিত হলাম চিরদুঃখময়-
ব্রহ্মপুত্র বালুকা বেলায়।


হৃদয় পৃথিবীর সেতো ছিল রাণী,
সত্যি সে শুধু নামে নয় নন্দরাণী;
বসন্তের দখিনা সমীরণে দোলে যেত সে,
পাখির গানের মত ছিল তার বাণী,
সেতো ছিল আমার হৃদয় পৃথিবীতে-
আমার হৃদয়ের রাণী।


হারিয়ে গেল সে আমার পৃথিবী হতে চিরতরে,
হয় তো বিধাদাতার নিষ্ঠুর অভিমানে;
আজ আমি হয়ে গেলাম রক্তাক্ত মেহেদীপাতা,
জীবনের হিসাবের খাতায় শুধু শূণ্যতা!


রচনাকাল : ১ জুন, ২০১৫ খ্রিঃ