ভালবাসা যেন ফাগুনের রঙে রঙে
রাঙা কৃষ্ণচূড়া;
হাজার রঙে মিশানো স্বপ্নের ভীড়;
দু’টি হৃদয়ের সাজানো স্বপ্ন-প্রয়াসে
রাঙা যেন প্রেমের পৃথিবী।


অবাক প্রেমের পৃথিবীতে-
আসে প্রেমের নতুন ধরণ;
ভালবাসা মানে কিছু নেই,
ভালবাসা মানে অলিখিত চুক্তিনামা
আর হৃদয়ের বিনোদন।


ভালবাসা মানে আজকাল হৃদয়ের বিনোদন,
ভালবাসা মানে মেয়াদহীন এক অলিখিত চুক্তিনামা;
ভালবাসা মানে অভিশাপ আর আলোহীন হাজার
বছরের আঁধারে ঢাকা কোন পথ;
ভালবাসা মানে পথের মাঝে হারানো এক চিরচেনা পথ।


ভালবাসা মানে আজকাল হৃদয়ের বিনোদন
মেয়াদহীন এক অলিখিত চুক্তিনামা;
সরল বিশ্বাসের অগোচরে-
চিরকাল নীরবে থাকে ঢাকা,
ভালবাসা মানে আজকাল-
মেয়াদহীন এক অলিখিত চুক্তিনামা।


বিশ্বাস ভঙ্গে কত প্রাণ চলে যায়
সবার অজান্তে নীরবে না-ফেরার দেশে;
থানায় এই অকাল মৃত্যুকে অপমৃত্যু হিসাবে
ডাইয়েরী ভূক্ত করে;
এই মৃত্যুর জন্য কি কেউ দায়ী নয়?
নেই কি কোন বিবাদী?
এটাই বুঝি ফাগুনের হাজার রঙে রাঙা
স্বপ্ন ঘেরা প্রেমের পৃথিবী!


রচনাকাল : ৩ই সেপ্টেম্বর/২০১৫