বহু বছর যেন কেটে গেল বিচ্ছেদে
লৌহিত্যধারা মিশেছে হয়ত তিতাসে;
সেইদিন সেইক্ষণ নেই আর সবি
এখন কালের বিবর্তনে হারিয়ে গেছে-
বহুদূরে-হৃদয়ের সীমানা পেরিয়ে|


এখনো ফোটে তোমাদের বাড়ির উঠানে শিউলিফুল ভোরপ্রাতে,
সুবাস ছড়িয়ে দখিনা সমীরণে;
কিন্তু নেই ফেলা আসা সেই দিনগুলি-
যা তোমায় আমায় ঘিরে কেটে ছিল আনন্দ উচ্ছ্বাসে|


সবি আজ ইতিকথা, বেদনার আঁধারে ঢাকা হৃদয়ের লুকানো যত কথা,
সহসা স্মরণে নেমে আসা যেন দু'চোখে বেদনার অথই বরষা|


বহু বছর কেটে গেছে বিচ্ছেদে-
ভাবি, আবার যদি দেখা হয় অনাগত কোনদিনে_ দেখে নিও দূর থেকে,
বাড়িওনা দু'টি হাত, করিওনা দৃষ্টিপাত সম্মুখে, দেখে নিও আড়াল থেকে;
তোমার আমার মাঝে সীমানা প্রাচীর,
আমি এপার, তুমি ওপার-
আমাদের মাঝে দিয়ে বয়ে গেছে বেদনার অথই মহা পারাবার।