আমি বন্দী শিখার আলো, ঠিক যেন-
হাজার হাজার মেঘের কালো আঁধারে ঢাকা শশী,
সহসা আপন আলোর ঝলকানিতে পৃথিবী করে
আলোকিত, স্বর্গরাজ্যের মতো উদ্ভাসিত হয়
পৃথিবী; রূপালী আলোকধারায় যেন প্রবাহিত।


আমি বন্দী শিখার আলো-
হাজার হাজার বছর ধরে অন্তঃপুরে কারারুদ্ধ;
আমার ব্যক্তিত্ব, আমার মননশীলতা মহাকালের
স্রোতে-বিবর্তনে যেন পুরাকীর্তি-ধ্বংস প্রাপ্ত।


আজ আর নয়! আমি জেগেছি, আমি জেগেছি-
জেগেছে আমার মননশীলতা, জেগেছে ব্যক্তিত্ব;
আমি দুর্বল নয়, আমার দেহেও আছে শক্তি,
আমি আর নয় বন্দী শিখার আলো!


আমি যোদ্ধা হবো, হবো ঝাঁসির রাণী লক্ষ্মী বাঈ,
আমার করতলে ধ্বংস হবে-
আছে যত কঠিন অশ্ম এ ধরায়,
আমি জাগরণে রোকেয়া, আমি বিপ্লবী প্রীতিলতা;
আমি আগামীর সংগ্রামী মহামানবীর বহী বার্তা।


আমি আজো বন্দী শিখার আলো- তবু তোমাদের
কাছে হারবার নয়,
আমার আপন আলোয় করবো সারাবিশ্ব জয়;
হাজার হাজার বছর ধরে অন্তঃপুরে আছি কারারুদ্ধ-
আমি তোমাদের কাছে বন্দী শিখার আলো!


রচনাকাল : ২৪শে জুলাই,২০১৭ইং