নদী, তুই বয়ে যা ...
বয়ে যাওয়ার জন্যই তো
এক একটা হিমালয় গর্ভবতী হয়


কবি, তুই লিখে যা ...
লেখার জন্যই তো
কত শত সুদর্শনার মাংসল গোপনাঙগ হাতড়ে
সৃষ্টি হয় নতুন ফর্মুলা


এক একটা শব্দের জন্য- সরীসৃপ
এক একটা লাইনের জন্য-মীরজাফরতা
তোকেই মানায়


তবু তুই-ই নদী ...


সামাজিকতা, সুসভ্যতার গোপন তত্ত্বের মা -
তোর মুখ ভর্তি দাড়ি কিংবা ঘর্মাক্ত ব্লাউজের ঘ্রাণ