কথাগুলো বলতে বলতে যেদিন শেষ হয়ে যাবে
সেদিন পুকুর পারে আগুন জ্বলে
উপুর করা খাটে ঘুন ধরে একদিন ,
তারপর এক তুলসী রোদের স্রোতে ফিরে দেখা
শৃঙ্খলাচক্রে........
মূল্যহীন আকাঙ্খার দেওয়ালে তিনকাটা ঘুরে
চলে......
চৌরাস্তার মোড় থেকে হাঁটতে হয় একটাই পথে,
প্রতিটি ফিরে দেখা - আঁতুরঘর হিসেব রাখছে সব !
বেহিসেবি এক একটা পৃথিবীর আনাগোনা চলে
শুধুই আনাগোনা এক একটা শতাব্দীর হাত ধরে.....