তারা হারিয়েও হারায় না
হারিয়ে দেয় জরাজীর্ণ এক সভ্যতার মুখ ;
তারা নাকি কাঁদতে ভালোবাসে
ওরা কাঁদাতে !
পুঞ্জীভূত মেঘেরা ঝরে যায়....
ঝরতেই হয় একটা সময় ।
ঝরতে ঝরতে ব্যালকনির টাঙানো বাসায়
ফিরে আসে সফেদ পায়রাগুলো ।


ওদের মৃদঙ্গ শরীর গলে.......


তাদের সুঠাম নকশা এঁকে যায় নতুন গ্যালাক্সির সবিতা
কৃষ্ণপক্ষের ঘুম সহবাস করে
শত শত শতাব্দীর অন্ধকারে ।