'অআকখ' মাখা ছোট্ট জীবন
  হারিয়ে গেছে দূরে,
স্মৃতিতে জড়ানো ভাষার সে সুর
  খেলছে হৃদয় জুড়ে ।

রাত্রি জেগে বসে আছি একা
  লিখবার কিছু আশা,
ডায়েরির মাঝে নিরব রঙীন
   আমার বাংলা ভাষা ।

অশ্রু ভেজা বর্ণমালা
   নিরবে চেয়ে থাকে,
তাদের পানে চেয়ে হৃদয়
   হাজার স্বপ্ন মাখে ।

স্বপ্ন দেখি বাংলার বুকে
   ছড়ায়েছে তারা আলো,
দুহাতে করে দিয়েছে মুছে
   অন্ধকারের কালো ।

উড়ে উড়ে যায় বলাকার সারি
   যেন এ বাংলা ভাষা,
উড়ে যায় তারা অন্ধকারে
   খুঁজতে আলোর বাসা ।

'সহজ পাঠ' আর 'কিশলয়' পরে
   অনুরাগ ভালোবাসা,
অনুরাগী মন বলে সারাক্ষণ
   - বাংলা আমার ভাষা ।

~(বাংলা আমার ভাষা)~

-(05/02/2013)