আমরা বাঙালি বাংলার বুকে
করে যেতে চাই পন,
বাংলার ভাষা বাংলার আশা
বাংলা মোদের ধন ।
এই ভাষাতেই ডাকব তোমাকে
জননী আমার তুমি,
বুক ফুলিয়ে বলব আমি-
আমার বঙ্গভূমি !
এই জননীর বুকে মাথা রেখে
তন্দ্রিব একদিন,
এই ভাষাতেই বাজবে সেদিন
মোদের বিদায় বীণ ।
বাংলার কথা বাংলার গাঁথা
বাংলার যত আশা,
তুলির টানেতে এঁকে দেব নীলে-
বাংলা আমার ভাষা ।
বাংলা বাংলা এই বাংলা
এই ধরনীর তল,
বাংলা ভাষার সিন্ধু জোয়ার-
ছলো ছলো ছলো ছল ।
সবে এস করি 'কবিতা আসর' এ
বাংলার জয়গান,
বাংলার ভাষা বাংলার আশা
বাংলা মোদের প্রাণ ।
~(বাংলা আমার ভাষা)~
-(02/02/2013)