হৃদয় ঘরের পরান বিহগ
  আমায় কাঁদায় হাসায়,
গভীর রাতে স্বপ্ন দেখায়
  অনেক আশায় আশায় ।

এলোমেলো চুল রমনীকে এক
  তারে ভালোবেসেছিল,
স্বপ্নে স্বপ্নে, কবিতা হয়ে সে
   হৃদয় ছুঁয়েছিল ।

চলে গেল শেষে এক বিকেলেতে
   নিরাশার রঙ ছুঁড়ে.
অশ্রু নেত্রে তাকিয়ে থাকে
   ওই দূরে বহুদূরে ।

দুচোখে অশ্রু পরান বিহগ
   শুধু হতাশার গ্লানি,
' রমনীর মন রমনী হৃদয়
    আমি বা কতটা জানি ! '

পরান বিহগ কাঁদে একা একা
   স্মৃতির ভিড়ে বসে,
কীভাবে আমি তারে যে ভোলাই
   ব্যর্থ অবশেষে !

ব্যথায় ব্যথায় জর্জরিত
   হৃদয় পাঞ্জর ছিঁড়ে,
দুর দিগন্তের ওই সীমানায়
  সে একদিন যাবে উড়ে ।

-(29/01/2013)