দেবলীনা , কীভাবে তোমার সাথে পরিচয়
বুঝেও বুঝতে পারলাম না !
তোমাকে চেয়েছি
আজও চাইছি,
তুমি দূরে, খুব দূরে ......
তোমার হৃদয়টা আজও বুঝিনি ।
তোমার কাছে আমি একটা পাগল !
সত্যি আমি পাগল !!
ভালো নাই বা বাসলে আমায়,
শুধু একটু জায়গা দিয়ো বন্ধু হয়ে থাকবার ।
  - দেবলীনা ? শুনছো ?
  তোমাকে বলছি |

-(20/01/2013)