কাল রাতে লিখেছিলাম একটা কবিতা
ভাবনার ঘোরে ।
জানি না কী লিখেছি !
খুলে দেখি ডায়েরির অশ্রু ভেজা পাতায় লেখা শুধু -
"ভালোবাসি তোকে খুব ভালোবাসি,
ফিরে আস চেনা পথটি ধরে
একমুঠো আশাকে কুড়িয়ে এই হৃদয়ে
ফিরে আয়,
চলবি আমার সাথে আলোর অন্তিম সীমানা পর্যন্ত ।"
-(16/01/2013)