কী করে যে দিন চলে যায়
বুঝি না কিছুই আমি,
জানি না দিনের কোন সময়টা
আমার কাছে দামী ।
সিগারেট নিয়ে তাস খেলতে
বসি গ্রামের ক্লাবে,
ঘরেতে যখন ফিরি আমি
সন্ধ্যা নামে সবে ।
হাসতে খেলতে ফূর্তি করতে
দিবালোক নিভে যায়,
গভীর রাত্রে হৃদয়ের মাঝে
স্বপ্নেরা খেয়া বায় ।
রাত্রি জেগে কবিতা লিখা
আমার এক অভ্যেস,
লেখনী নিয়ে হারিয়ে যাই
দুরের স্বপ্নদেশ ।
লেখনী নিয়েই ঘুমের দেশে
জমায় পাড়ি মন,
চলে যাই দুর অতীতের ভিড়ে
ফিরে পাই সে ভুবন ।
গভীর রাতে হারানো প্রেম
অশ্রু ঝরায় চোখে,
ঘুম ভাঙলেই জড়িয়ে ধরি
সিক্ত বালিশটাকে ।
দিবালোক হাসি রাত্রি কান্না
এই তো এক জীবন,
আলো-আঁধারি কান্না-হাসি
যেন কতই আপনজন ।
-(02/01/2013)