'আতা গাছে তোতা পাখি'র
অনেক দূরে ঘর,
'আকাশ ঘিরে মেঘ করেছে'
খুকুমণির জ্বর!

খোকাও তো আর যায় না এখন
ক্ষীর নদীর কূল,
মাছ নেওয়া সেই মাছরাঙাটাও
মন শহরের ভুল।

হাট-টিমা-টিম পাড়ে না ডিম
তাদের চোখে ঘুম,
রূপকথাদের গল্প এখন
খোঁজে না ক্লাসরুম।