(১)
মায়ের স্নেহ
জীবন মরুপথে
মরুদ্যান ঐ ।

(২)
প্রেমের গান
কুহু কুহু তান যে
পূর্ণ পথে ঐ ।