(১)
বর্ষা বিকেল
বৃষ্টিস্নাত বলাকা
মেঘলা রোদ ।

(২)
মেঘের মন্দ্র
উর্ধ্বে কালো আঁচল
অঝোর কান্না ।

(৩)
মন মন্দিরে
শীত সন্ধ্যায় দেবী
প্রাপ্ত মৌরুসী ।

(৪)
শুভ্র মেঘেরা
নীলিমায় আস্তানা
উদবাস্তু ঐ ।