ধূলাগড়ের তপোবনে
জ্বলন্ত ঋষির জটা ছুঁয়ে ছুঁয়ে
তাকলামাকাল প্রেম ...
ধ্রীয়ানের কোলে সব ধোঁয়া ধোঁয়া
ঘর বাড়ি , নিথর শরীরের নিশ্চিন্ত ঘুম !
চাঁদ-তারার আলোপথ ধরে -
বোমারু মাত্স্যন্যায় !
হয়তো
সমুদ্রের মাপকাঠি কিংবা
টাইটানিক খোঁজার বাহানায়
বারবার ছুঁড়ে ফেলা ওমকার
অনাকাঙ্খিত অবস্থানে পদাঘাত করে ...
ভারশূন্য করে ব্রহ্মান্ডের বনলতায়
ছড়িয়ে দেয় অনন্ত পরিধির সফেদ পালক...


অসজ্ঞায়িত হিরন্যের গর্ভ জেগে থাকে
জেগে ওঠা প্রতিটি নব নব হরপ্পার গভীরেই...|