রাতেলা শূন্যতার প্রনয়সঙ্গী ওরা
নব্য বিষাক্ত দৃষ্টির প্রচ্ছন্নতায়
নিখাদ গভীরতায় নিরবধি...


নাভীর গভীরতা খোঁজে লাল ইন্ডিগেটর
রেটিনার অস্তিত্ব ভেদ করে
                    সবুজ সমুদ্র |


'ওরা' যুদ্ধ করে
অস্তিত্বের গোপন যুদ্ধ !
বৃত্ত কিংবা আয়তক্ষেত্রের পরিধি মাপতে থাকে
হলুদ প্লাস্টিকে মোড়া ক্লান্ত কম্পাস |
রুদ্ধহীন সমস্ত দ্বার
হাতড়ে চলা অন্ধকার, পোড়া ঘাস
আকাঙ্খার যৌবনে বাসর জাগে সূর্যেলা ঘ্রাণ
জোনাকি রেখে যায় ফসফরাস ভালোবাসা
        ঊনস্বস্ত্বির অনাকাঙ্খিত ছাদে ...|