যুবতীর আঁচল জুড়েএক হজরত রক্তাক্ত আকাশ !
ও পাড়ার রাহী দেহের কালো কাপড় আকাশের সামিয়ানা করে
এক পৃথিবীর ঐতিহাসিক সমুদ্রের গভীরতায় সযত্নে রেখে গেছে - নষ্ট জীবন !
সেদিন শিশির ভেজা ডাষ্টবিন ।
এক নামী মিডিয়ার রঙীন কাগজ জড়িয়ে ছিল আনগ্ন দেহ ।
সেদিন আসেনি মানবধিকার কমিশন
কেউ ফিরিয়ে দেয়নি কোনো নোবেল
কোনো মেডেল !
শুধু একটা পৃথিবী রাহীর রহস্য রমজান আকাশের তারায় রেখে গেছে সফেদ বাস্তবতা
শুধু একটা কবি অন্তরালে ভেদ করে গেছে এক বিধবার সফেন জীবন ।