চায়ের আড্ডায় যৌবন উথলে গেলেই
বিতর্কের বসন্ত নামে,
কার্বনের কিশলয় - সূর্যের খোঁজে
ঠোঁটের বাগানে বাগানে  ...


অযৌক্তিক নীলনদ - সহস্র মিশরের বুক চিরে,
মৃত মহেঞ্জোদারোকে ছিঁড়ে খায় !
তখন দেহ পোড়ে, মন পোড়ে ...
কারও চাঁদ - বৃহস্পতির খোঁজে, মহাশূন্যের তীরে -
হাতড়ে চলে রাষ্ট্রীয় অন্ধকার !
উষ্ণ চুমুকে চুমুকে - সব কিশলয় ঝরে গেলে
আবার কোনো একদিন চলে -
    
   বসন্তের পুনরুদ্ধার !