বিকেলের জলে ভেজা রোদটাকে
হাতের তালুতে নিয়ে
মেখে নাও শরীরের খাঁজে খাঁজে ।
রোম - বাইজানটাইন সমস্ত সভ্যতার চাদর খুলে
ছুঁড়ে দাও মাটির দিকে ।
কয়েক শতাব্দীর শতরঞ্জীর ভাঁজে
সনাতন চাঁদকে গুটিয়ে, দেখ-
স্যাঁতসেঁতে রোদ তোমার অপেক্ষায়,
কয়েক বছর হল বাসা বেঁধেছে
পিছনের শেওড়া তলায় ।
তুমি দেখো- অত্যাধুনিকতার বাষ্পায়ন !
তুমিই বা বাদ যাবে কেন ?


তারপর রোদ নাও, বৃষ্টি নাও
সেভাবেই সাজো যেভাবে সাজায়
সেভাবেই মাখো যেভাবে মাখায়
সেভাবেই ভেজো
ভিজতে দাও, পুড়তে দাও...
জীবনটা 22 শে ডিসেম্বর হলই বা- ক্ষতি কি !