বসু বিজ্ঞান মন্দির- এ সযত্নে রাখা তাঁর স্ক্রিপ্ট-
প্রান আছে উদ্ভিদের ।


হুম ।
প্রাণ আছে নাকি মানব মন্দিরেও ?
সন্দেহ হয় !
প্রাণ থাকলে তো পৃথিবী সুন্দর হয়
সমাজ স্বরলিপি বাঁধে প্রসূক্তা সংসারে ।
জানা আছে -
নাইট্রোজেন প্রেম বেঁচে থাকে মটরের মূলে ।
সমাজের মূলে সংসার গড়ে বিষাক্ত ব্যাকটেরিয়া ।


তাই আর এক জগদীশ দিয়ে গেলেন -
যৌবাক্ত তুলসীতলা ।
এখন নিমকাঠের আলনায় নির্মোকগুলো তুলে রেখে
বুকে বাঁধো বৈদিকতার নদী
বজ্রমুঠিতে নির্বাসন দিয়ে
বেঁধে রাখো অস্টমার্গের ভালোবাসা ।