একজন কট্টরপন্থী মৌলবাদী যেমন একাত্মবোধে বিশ্বাস করেন পৃথক ঈশ্বরকে
আজন্মের সেই অন্ধত্ব দিয়ে ভালোবাসি আপনাকে
যদিও আমি আস্থা রাখি হিউম্যানিজমে!


মানচিত্রের ব্যুৎপত্তিগত বিফলতা সম্পর্কে
নাতিদীর্ঘ কোনো আলোচনা নেই আমাদের,
নেই বিপ্লবোত্তর কোনো ধ্বংসের চিহ্ন
তাই বলে আপনাকে দিয়ে যাবো -
যুদ্ধের শৃঙ্গার?
রক্তাক্ত প্রসূন?
অতটা অদম্য উচ্ছ্বাস -জেনো আমার নেই  
যেহেতু,যুদ্ধ নয় বরং মৃত্যুর সহজ উপলব্ধি থেকে জন্ম নেয় ভালোবাসা  এবং যেহেতু মৃতদের কেউ কেউ পেয়ে যায় অমরত্ম
যাবতীয় আখ্যাপনে কিছু কবিতা লিখা যেতো,সুর করা যেতো মানুষ।


হোক তবে এইরূপ দ্যাখা -যেখানে
মিছিলে মিছিলে হেটে যাওয়া যায় বিবর্ণ বিশ্বায়ন
কিছু গোলাপ ক্ষত রেখে যায় যদি পরিচিত এপিটাফে
মনে রেখো,মনে পড়বে আমাকেও


বোধের আড়ালে এইসব ধ্রুপদী দৃশ্য
লীলাচ্ছলে খেলা করে যাপনের মৌলিকতা
তাবৎ ইজমের সুরে বেজে উঠে ভালোবাসার ক্যাকোফোনি
আহ প্রিয়,তুমি সাপেক্ষে কোনো সাম্য নেই