.
পথ তাই হাঁটে,পথে পথে....
.
জলের উষ্ণতার বিস্ময় জানা ছিলো কি না -এই প্রশ্ন বুকে নিয়ে উড়ে যায় বিভ্রম নক্ষত্রেরা,অজ্ঞাতে দ্যুতিময় পতনের বহুকাল পর সত্যের সুনির্দিষ্ট কোনো অবয়ব নেই বলে জানা হলে পুনরায় অনাগতদের কথা মনে পড়ে যাবে, ক্রমশ অতি ক্ষিপ্তভাবে গভীর হয়ে ওঠা গভীরে
মৌনব্রত ভেঙে দিয়ে নিঃশব্দের এভাবেই সময়ের সাথে সাথে বেজে গ্যাছে বস্তুবাদী শোলক
যদিও কবিতার পদাবলী বেয়ে ক্ষুদ্র পরিমাপের এই অসীম সম্মোহ প্রেমের অথবা তার অসুখে ক্রমাগত সুস্থ হয়ে ওঠা যাপনের মিছিল।
উৎসব শেষে জানা হলো -আয়োজনেই উৎসবের আনন্দ।
.
পথ তাই হাটুক পথে পথে,ভ্রমণ ফুরক অন্য ভ্রমণে!