.
যেহেতু,আমি আপনার উপেক্ষার মতো'ই সত্য!


.
এভাবেই নির্বিগ্ন ভ্রমণ,পেছন ফেরে তাকাবার গল্প,চায়ের কাপে এক বেলা দুঃখ রাখবার সময়
তারপর পরিণতির ছেঁড়া পাতায়  শশব্যস্ত হয়ে ওঠা এইসব ইজম  -কী এক দুর্লভ বিস্ময়ে  
দলিত হয় বিরামবিহীন আয়োজনে..
জেনে গেছি,কিছু আশ্চর্য তো মানুষ দুঃখ পেয়েও বোধ করে!


.
কোন যে কথা নেই -তুমি বলেছিলে
সে'ই এক কথা
গ্রন্থিত হবে কিছু মিথ তারপর
বেজে উঠবে অব্যক্ত রচনাবলী
যেনো বহুকাল,বহু ক্ষত বয়ে নিয়ে যাওয়ার পর
শেষের প্রথম স্তবক, এই শেষ হলো!


.
আবার জেনে যাবো যখন -এভাবেই না-পাওয়া
অথবা এই ভেবে না-পাওয়া
যেহেতু অপ্রাপ্তির প্রতি আমার নিরাসক্তি নেই
তোমাকে আমি চাইতেই পারি, আলো দি।