বিরহোৎসবের সেইসব ধ্রুপদী মুহূর্তগুলোকে
আরও কিছু বর্ণাঢ্য এবং ইতিহাসের অচলায়তনে
আরও একটি মহৎ বিদায় দৃশ্যের জন্য
শেষ দেখার পর আমাদের আরেকবার দেখা হোক-
উন্মত্ত জনসভায়, রাজপথে অথবা শ্লোগানে
আদায় নয় বরং অর্জনের মিছিলে,গণজাগরণ মঞ্চে অথবা দ্যাখা হোক কোনো এক বিয়োগাত্মক চুম্বনে


বিদায়ভাষিণী,তোমাকে অভিবাদন...


**
বাস্তবিক -
কে কাকে মনে রাখে চিরকাল? ভেবে-
তুমি চলে যাও দূরত্বের ভ্রমণ
বিপথ জেনে তবুও আমি যেতে দিই
ফিরে এসো,চলে যাওয়ার জন্য হলেও ফিরে এসো
বিদায় জানানো হয় নি আমাদের !