যেমন নগরী ঘুমিয়ে গেলেই জেগে উঠেন পৃথিবীর সমস্ত প্রেমিক
যাদের সহস্র ঋণ এবং অভিশাপ সাথে নিয়ে ঘুরছেন আপনি
অথচ,বক্ষের সরোবর দেখলেই বোঝা যায়  -আপনি তৃষ্ণার্ত!
যতটুকু নির্মল, তার চেয়ে অধিক !
শু,আমি আপনার বুকে কান পেতে শুনতে
চেয়েছিলাম কৃমিদের ক্যাকোফোনি
বস্তুজগতের স্যাক্স।


দীর্ঘ ভ্রমণে আমরা বরং না-যাই
পরবর্তী শীতের জন্য জমিয়ে রাখি কিছু আধ্যাত্মিক ওম
যেমন,পুঁজিবাদীরা জমিয়ে রাখেন আগামীর সঞ্চয়
যদিও বিপরীত হয়ে দ্বান্দিকতার পানশালায় আমাদের দেখা হওয়া,এটাই প্রথম নয়


সাম্রাজ্যের গোপন বিতৃষ্ণারা উন্মাদ হয়ে উঠলে
আমরা মৃত্যু যাবো,যার পূর্বে
আমাদের ব্যক্তিগত অসম যাত্রা -পরস্পরহীন !
অথচ আমি ঘৃণা করি বিচ্ছিন্নতা


"প্রথাগত সমাজ"
যাকে ধারণ করে আপনি প্রত্যাখান করেছিলেন
আপনার অনুজ প্রেমিকটিকে
যিনি কবিতা লিখতেন
কিন্তু শু,সমাজ যে তবুও মানুষেরই কথা বলে
আসন্ন মৃত্যুপূর্বে যদি আবার দ্যাখা হয়
কবি অথবা প্রেমিক নয়
যদি মানুষের হৃদয় নিয়ে আসি ?
যদি বলি - ভালোবাসি
ফিরিয়ে দিবেন?