এখানে দৃশ্য গভীর,সহজ প্রস্থানের মতো অন্ধকার খোঁপায় রজনীগন্ধা গুঁজে দিলেই যেমন আপনার মুখে শ্লোগান হয়ে ওঠে কবিতা
"সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই "
জেনে গেছি,অমন মিছিলে দ্যাখা হবে না কোনোদিন
মানচিত্র জুড়ে যদিও গোলাপের সংকট
নিয়ে আমাদের আশ্চর্য বেদনাবোধ ছিলো
ছিলো প্রত্যাবর্তনের নিখুঁত অনিশ্চয়তা
সুপ্রাচীন অপেরা জুড়ে বিস্তীর্ণ অতীতের মতো
এসে যবনিকা টানলে
ইতিহাস নয়, রচনা করো তার ভবিষ্যৎ ! -এই বলে চলে গেলে ব্যর্থতা;সভ্যতার বিলয়ে
ভ্রমণ ফুরোলে ত্রস্ত মাছেরাও শিখে গ্যাছে
ডাঙায় ঝাপ দেওয়ার আত্মহত্যা প্রণালী
এতোটা নিবিড় টেলিপ্যাথি আকাশজুড়ে নক্ষত্রের কথোপকথন -তবু হায়,এসবের কিছুই বলেনি!