তপ্তকাঞ্চন ঝরে গেলে অবহেলায়, সুন্দরের মায়া পড়ে থাকা স্বাভাবিক। তবু স্বাভাবিকতা -কী যে কঠিন! এবং তারই আঁচে বোদ্ধা হয়ে আসে সমস্ত বেদনা। অথচ প্রত্যক্ষ দৃষ্টিতে এখানে বালির বাঁধ,সময় তাই বুঝে নিচ্ছে ভাঙনের প্রস্তুতি,ঠিক এই বোধে
তবুও লাভের আশায় বসে যাচ্ছো জুয়ার আসরে -
কি তোমার ঐশ্বর্য -যাকে ভালোবাসা বলতে পারো?
.
কাঙালিনী, তুমিও তো অমোঘ মিথ্যাচারিণী
ভ্রমণের ঔরসে ভ্রষ্ট হয়েছো কত..
এখন বিচ্ছেদের পর্যায়কাল,শূন্যের দ্রবণে চলো
দ্রবীভূত হই!