"সময় বলে -
কারণ কিছুই স্থায়ী নয় এবং
মানুষ বদলায়, বদলে যায় নিমিত্তের প্রেক্ষাপট,আকাঙ্ক্ষার উপচার। "


অন্যের অপ্রেম এবং বিচ্ছেদের আবহে দাঁড়িয়ে
এভাবেই ক্রমশ বিবর্তিত হয়ে চলা মানুষের শহরে।
যদিও প্রাপ্তি বলে কিছু "নেই" আছে এবং এই দর্শন কেবল আমার জন্যেই নয়
সবার ঝুলিতে থাকে হাহাকারের ঐশ্বর্য ।
অথচ কোনো ক্ষিপ্ত অনাধিকার হারানোর ভয়ে জানা হবে বিস্ময়
জানা হবে,তুমিযোগ্য কোনো মূল্যায়ন নেই।