বরং তুমি দূরত্ব চর্চা করতে পারো পরিপূর্ণ অধ্যাসে
আমি'ই তো উপেক্ষার সর্বোত্তম উপলক্ষ তোমার
যদি বিফলে যায় সমস্ত আয়োজন নির্মোহ পরিণামে
যদি উচ্ছ্বল হয়ে ওঠে না ঠোঁটের রক্ত কথার শীৎকারে
এবং চুমুতে কতটা উষ্ণতা থাকে?অথবা
চুমু কি আদত সঙ্গমপূর্ব প্রস্তুতি? এই সব প্রশ্নে
যদি'বা ফেলে আসা দিনগুলো ফের আসে গল্পের বেশে
জেনো -প্রাপ্তিহীন অগত্যা ঝরে গেছি নির্ঝর যেমন
সামনে আমার অসংখ্য সম্মুখ -পাথরপথ
ঠিক কোথায় গেলে তোমার কাছে যাবো?
নিরুদ্দিষ্ট সেই গন্তব্যই দিলে আমাকে দুর্লভের স্বীকৃতি
মিলনের এক নিদারুণ উপহাসে।