বিদায় বেলায়


বিদায় বেলায় তোমার প্রশ্ন ছিল------
আমাদের ভালোবাসা - কি হবে তার ?
আমি বলেছিলাম-
নিস্পাপ ভালোবাসা কখনও মরে না ;
নিঃশ্বাসে বাঁচে, বিশ্বাসে বাঁচে,
সময়ের সাথে যুক্তি-তর্কে হেরে গিয়েও
আবেগে বাঁচে ;
উচ্ছ্বসিত আবেগে জড়িয়ে ধরে
কানের কাছে ফিসফিস করে বলেছিলে---
কথাতেই খুন করলে আমাকে ;!
দুঃখের ভাগ নিতে
হৃদয়ের সব সাধ্ব
অপূর্ণ থেকেছে,
ভালবাসা ঝরে গেছে
কচুপাতায়  জমে থাকা
শিশিরের মত,
তোমাকে হারিয়ে বেঁচে আছি
ভিখারীর মত ;!
তবুও বলতে হয়
আমি ভাল আছি,
তবুও বলতে হয়
আমি সুখে আছি ;
বলতে পার কি তুমি?
এ কেমন ভালো থাকা!
এ কেমন সুখে থাকা !!