ওরে সত্য--
আর থাকিস না আড়ালে
আয় কাছে আয়
আছড়ে পড় এই বুকের মাঝে ।
তুই হীনে দীন আমি ,
দিনে দিনে আরও দীন হয়ে যাচ্ছি ।
আয় কাছে আয় - একে বারে বুকের মধ্য আয়
দূর করে দে সব মিথ্যা
তোর আলোয় জ্বলে উঠুক চারিদিক ,
পুরাতন তুই -তোর মাথা উঁচু কর
ভেঙ্গে দে সব মিথ্যার আগল ,
যুক্তি বুদ্ধির দুয়ার খুলুক ।
মুক্ত করে দে শৃঙ্খল যত অবিচারের ।
আয়  কাছে  আয় -ওরে সত্য -
তুই হীনে আমি আজ বড় অসহায় ।


মিথ্যার নাগিনীরা তুলেছে ফনা
বিষে বিষে জর্জরিত প্রান
আস্ফলন লম্ফে হারাম কর্দমাক্ত হৃদয় ,
প্রতিমুহূর্ত নরক সম পুঁজ পান ,
ঘৃণিত দেহ লজ্জিত মুখমন -আর সয়না রে !


তোর ছোঁয়ায় মুক্তি দে - ফিরে আয় ওরে
ওরে সত্য ফিরে আয় ।
মানুষের উপর অমানুষের জালা আর সয়না রে ।।