দু:খ গুলো এখন আমার চারপাশে শুয়ে আছে
মাঝে মাঝে ঘুমিয়ে যায় ভেবে
আমিও ঘুমিয়ে পরার চেষ্টা করি দেখে
দু:খ গুলো জেগে ওঠে --
অবিরাম এই খেলা আমি আর আমার
অবিচ্ছেদ্য " দু:খ বন্ধু" খেলে যাচ্ছি।
সুখ নামের অচিন পাখি ছুঁয়ে ছুঁয়ে যায়
বাসা বাধেনা--
দেখা দেয় কথা কয় না,
অনুরাগের আগল ভাঙতেই উড়ে যায় অচিনপুরে -
আমি বসে থাকি আশায় মেঘের মত -
বৃষ্টি হয়ে ঝরবো বলে।
প্রানের মধ্যই প্রান খুজে মরি, হাতরাই,
শিরা গুলো চেপে ধরি,
বুঝে নিতে চাই - এখনো বেচে আছি কিনা?
কম্পিত অনুমানতায় "দু:খ বন্ধুর " ভালোবাসা টের পাই -
টের পাই শুয়ে আছে সে পাশে।