আমি জানি -
আমার জন্য কোথাও কেউ বসে নেই ।
জুয়াড়ি আমি হাঁহাঁ - হেরেছি সবটাই ।
আমি আজ জোছনা খাবো , মাতাল হবো -
কি বলবে তোমরা হ্যা - জোছনা মাতাল !
আমার এপারে ওপাড়ে কেউ বসে নেই- আমি জানি ।
সুরা তৃষ্ণা বাড়িয়েছে শুধু মিটায়নি এক রত্তি -
নদী কাদিয়েছে বা কেদেছে -নোনাজল  করেছে আধার -
কিংবা গেছে শুকিয়ে !
ওই যে বন , বলেছিল একদিন ,
চোখের  সীমায় জ্বালিয়ে রাখবে সবুজ আলো, বিবর্ণ ধুসরে -
এখন সে নিজেই ধুসর !
আজ শুধু জোছনা খাব বুক ভরে  -
যেমন করে মানুষ বাতাস খায় !