ও হে শিশু
কে গো তুমি ?
কাহার তরে
সাগর তীরে
লোনা জলে
ঢেউয়ের তটে
গা ভিজিয়ে
কর্দ মাখা
বালির সাথে
সন্ধি করে
আপন ভবে
আঁচড় কেটে
যাচ্ছ একে
লুকিয়ে রাখা
স্বপন ছবি ?
ঐ দেখো হে
আকাশ ভবে
সাজ ধরেছে
মেঘের রাশি
তোমার তরে
অবাক চেয়ে
গাইছে সুরে
খেয়াল বাঁশি ।
দেখবে এখন
তোমার তরে
পড়ছে লুটে
বারির বেশে
রিম ঝিমিয়ে
বৃষ্টি এসে ।
এমনি করে
তুমি যে হায়
মাতবে তখন
অট্ট হেসে
বলবে তারে
কে এলো রে ?
রঙ্গ সাজে
দয়াল দাতার
সঙ্গ ছেড়ে
আমার দুয়ার
অঙ্গনে ?
সাগর পাড়ে
অগাধ জলে
ঢেউয়ের দোলে
ঠাঁয় দড়িয়ে
রূপের পানে
তাকিয়ে তবে
বারির পটে
মিষ্টি হেসে
আঁকছ কি হায় !
মজার ছবি ?
বলবে তখন
অমোঘ প্রেমে
এমনি করে
মোরা ত্রিজন
থাকবো মেতে
ভুবন টাকে
নানান রূপে
সাজায়ে ।